Type to search

চৌগাছায় দশম শ্রেণীর স্কুল ছাত্রীর বাল্যবিবহ বন্ধ এসিল্যান্ড

চৌগাছা

চৌগাছায় দশম শ্রেণীর স্কুল ছাত্রীর বাল্যবিবহ বন্ধ এসিল্যান্ড

শ্যামল দত্ত/জাহিদ হাসান ঃ

যশোরের চৌগাছায় দশম শ্রেণীর স্কুল ছাত্রী সুরাইয়া খাতুন(১৬) বাল্যবিবাহ বন্ধ করলেন (ভূমি )সহকারী কমিশনার ও নির্ভর মেজিস্ট্রেট গুঞ্জন কুমার বিশ্বাস ও মহিলা বিষয় কর্মকর্তা উম্মে সালমা আক্তার। বৃহস্পতিবার বিকাল ৩ টায় বাদেখানপুরের পূব পাড়া আব্দুল হকের
মেয়ে সুরাইয়া খাতুন ,(১৬)
অপপ্রাপ্তবয়স্ক  প্রবাসী ছেলে সঙ্গে বিবহ  দিচ্ছিল  এ সময় উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা  উম্মে সালমা আক্তার সংবাদ পেলে (ভূমি)সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গূঞ্জন কুমার বিশ্বাস কে সঙ্গে নিয়ে বাল্যবিবাহ বন্ধ করে দেন । এ সময় উপস্থিত ছিলেন ভূমি অফিসে পেশকার ইউসুফ আলী, মহিলা অধিদপ্তর অফিসের মহিলা বিষয়ক অফিসের অফিস সহকারী আবুল কালাম ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।