চুয়াডাঙ্গা ১২০ বোতল ফেন্সিডিল এবং ০২ কেজি গাঁজাসহস আটক -১
চুয়াডাঙ্গা প্রতিনিধি
র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের এর একটি আভিযানিক দল ৫ নভেম্বর ২৪ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানাধীন মের্সাস অংগন ফিলিং স্টেশন এলাকায় মাদক ব্যবসায়ীরা ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দিবাগত রাত ০১.৫৫ ঘটিকার সময় চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানাধীন মের্সাস অংগন ফিলিং স্টেশন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ১২০ বোতল ফেন্সিডিল এবং ০২(দুই) কেজি গাঁজাসহ ০১জন মাদক ব্যবসায়ী- ১। আব্দুল বাছেদ (৪০), পিতা- তৈয়ব আলী, সাং- মাধবখালী, থানা- জীবননগর, জেলা- চুয়াডাঙ্গাকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে অবৈধ ভারতীয় ফেন্সিডিল-১২০ বোতল, গাঁজা-০২কেজি, ০১টি মোবাইল ফোনসহ উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানায় হস্তান্তর করে আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়।