Type to search

চুয়াডাঙ্গায় রথযাত্রা পালিত

ধর্ম

চুয়াডাঙ্গায় রথযাত্রা পালিত

চিত্তরঞ্জন সাহা চিতু, চুয়াডাঙ্গা সংবাদদাতা
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় জগন্নাথ রথযাত্রা পালিত হয়েছে। চুয়াডাঙ্গা বড় বাজার দূর্গা মন্দিরে পূজা অর্চনা শেষে বেলা ১১টায় রথযাত্রার শোভাযাত্রা বের হয়। এতে সনাতন ধর্মালম্বী শত শত নর নারি অংশ নেয়। ঢাক ঢোলক বাজিয়ে এবং উলু ধ্বনি দিতে দিতে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ   করে মন্দিরে এসে শেষ হয়। এসময় ভক্তরা আনন্দে মেতে ওঠে। শ্যমল কুমার নাথ,দিপংকর দে, চিত্তরঞ্জন সাহা চিতু, শ্যামলী রানী কুন্ডু, দিপালী রানী কুন্তু,সুশান্ত কুমার, প্রদীপ কুমার,  পল্লব কুমার, রাজু  সাহা, রবীন কুমার,অর্চনা রানাী সাহা, প্রশান্ত কুমার,  শিবু ঠাকুর প্রমুখ ব্যক্তিরা শোভাযাত্রার নেতৃত্ব দেন। সমগ্র শোভাটি পরিচালনা করোেন পুরোহিত প্রলাদ আচার্য্য। শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।