রবিবার রাত ১১টার দিকে সদর হাসপাতালের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
আহত রিগান চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি প্রার্থী ও মহসিন রেজা জেলা কৃষক লীগের প্রচার সম্পাদক।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, রবিবার রাতে রিগান ও তার মামা মহসিন মোটরসাইকেল যোগে হাসপাতালে যাচ্ছিলো। এসময় হাসপাতালের সামনে অজ্ঞাত ৬/৭ জন গতিরোধ করে রিগান ও মহসিনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়।
পুলিশ জানায়, ছাত্রলীগের অভ্যন্তরীন কোন্দলের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
সূত্র, DBC বাংলা