চুয়াডাঙ্গায় কৃষককে গলা কেটে হত্যা

চিত্তরঞ্জন সাহা চিতু,চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলায় পুরাতন ভান্ডারদহ গ্রামে রাজ্জাক শেখ (৫০) নামের এক কৃষককে গলা কেটে হত্যা করা হয়েছে।
আজ শনিবার (০১ জুন) সকাল ৯ টার দিকে উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের পুরাতন ভান্ডারদহ গ্রামের কৃষি জমি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
নিহত রাজ্জাক শেখ সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের সুবদিয়া গ্রামের মৃত দেছের আলীর ছেলে। স কৃষি কাজ করতো এবং পাশাপাশি গ্রাম্য কবিরাজ হিসেবেও পরিচিত ছিলেন।
পরিবারের সদস্যরা জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যা রাতে রাজ্জাক শেখ বাড়ি থেকে বের আর ফেরেননি। অনেক খোঁজাখুজিও করেও তাঁর কোনো হদিস পাননি পরিবারের সদস্যরা। পরে আজ শনিবার সকালে স্থানীয়রা পুরাতন ভান্ডারদহ গ্রামের কৃষি জমিতে মরদেহ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক শেখ সেকেন্দার আলী সাংবাদিকদের বলেন, হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে। হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।