চুয়াডাঙ্গার জীবননগরে ৯৯ বোতল ভারতীয় মদ উদ্ধার
চিত্তরঞ্জন সাহা চিতু, চুয়াডাঙ্গা সংবাদদাতা
জীবননগর থেকে মাদক বিরোধী অভিযানে ৯৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে র্যাব। গতকাল উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী গ্রামের অভিযান পরিচালনা করেন র্যাব-৬। এসময় হুইস্কি, ব্ল্যাক হান্ট, ইন্ডিয়া মেড লিকোয়ারসহ বিভিন্ন নামের ৯৯ বোতল মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১লক্ষ ৯৮ হাজার টাকা। র্যাব-৬ কর্মকর্তা মহিউদ্দীন আজাদ জানান, উপজেলার ধোপাখালী গ্রামে মমিনুর রহমানের পরিত্যক্ত টিন সেটের দোকান ঘরের সামনে রাস্তার উপর হতে ১টি সাদা প্লাস্টিকের বস্তা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে, বস্তা তল্লাশি করে বস্তার ভিতর থেকে ৯৯ বোতল ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মদ উদ্ধার করে জব্দ করা হয়। তিনি আরও জানান, প্রতিটি প্লাস্টিকের ১৮০ এম,এল বোতল। বোতলগুলোর সর্বমোট ১৭ হাজার ৮২০ মি.লি. ও যার অনুমান মূল ১লক্ষ ৯৮হাজার টাকা। এ ঘটনায় জীবননগর থানায় জিডি হয়েছে।