Type to search

চাঁদের মাটি তে জন্মান প্রথম গাছ

আন্তর্জাতিক

চাঁদের মাটি তে জন্মান প্রথম গাছ

অনলাইন ডেক্স  : পৃথিবী থেকে চাঁদের মাত্র ৫৯ শতাংশ দেখা যায়। বাকিটা থেকে যায় চোখের আড়ালে। সেই চাঁদে পৌঁছেছে পৃথিবীর মানুষ। এ পর্যন্ত বিশ্বের পাঁচটি দেশের নভোচারীরা চাঁদের মাটিতে অবতরণ করতে পেরেছে। দেশগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জাপান ও ভারত। চাঁদের মাটিতে আধিপত্য বিস্তারের আশায় নিত্য নতুন ছক কষে চলেছে বিজ্ঞান প্রযুক্তিতে এগিয়ে থাকা এসব দেশ।

সম্প্রতি চীন চাঁদের মাটি নিয়ে দেশে ফিরেছে। এই নিয়ে বিশ্বে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। এদিকে আরও আগেই যুক্তরাষ্ট্র চন্দ্র অভিযানে গিয়ে চাঁদের মাটি এনেছিল পৃথিবীতে ।

‘চাদের মাটিতে’ জন্মেছে গাছ 🌱:

না, চাঁদে গিয়ে গাছ লাগানো হয়নি, অ্যাপোলো ১১, ১২ আর ১৭ মিশনে চাঁদ থেকে প্রচুর মাটি গবেষণার জন্য পৃথিবীতে আনা হয়েছিল, তাতেই জন্মেছে গাছ।

চাঁদে গাছ জন্মে না। কারণ চাঁদের মাটিতে অনুজীব, জল, অক্সিজেন নেই। কিন্তু পৃথিবীর মাটি যে খনিজ দিয়ে গঠিত, চাঁদের মাটিও একই। সে মাটিতে একটু অনুজীব, জল, বাতাস, আলো যুক্ত করতেই চাঁদের মাটিতে বেড়ে উঠতে শুরু করলো গাছ।

যে গাছ টি জন্মেছে সেটির নাম – থ্যালে ক্রেস (Thale Cress)।
এটি সরিষা পরিবারের একটি উদ্ভিদ।

এ থেকে বিজ্ঞানী দের চাঁদে গাছ লাগানোর পরিকল্পনা আরো এক ধাপ এগিয়ে গেল।