Type to search

গ্যাস লাইনের লিকেজ থেকে মসজিদে আগুনের সূত্রপাত: সিআইডির তদন্ত দল

জাতীয়

গ্যাস লাইনের লিকেজ থেকে মসজিদে আগুনের সূত্রপাত: সিআইডির তদন্ত দল

ডেস্ক রিপোর্টঃ মসজিদটিও ঝুঁকিপুর্ণভাবে তৈরি করা হয়েছে কি না তাও আমরা খতিয়ে দেখবো।

গ্যাস লাইনের লিকেজ থেকে নারায়ণগঞ্জের ফতুল্লায় মসজিদে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে সিআইডির তদন্ত দল। তবে অন্যান্য সব তদন্ত কমিটির রিপোর্ট হাতে নিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করা হবে।

শনিবার সকালে, ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিআইডির ডিআইজি মাইনুল হাসান।

তিনি বলেন, আমরা প্রাথমিক ধারণা করছি গ্যাস লিকেজ থেকেই এই ঘটনা ঘটেছে। তদন্ত আরও অগ্রসর হলে আমরা পুরো বিষয়টি জানতে পারবো। বিদ্যুৎ,গ্যাস এবং এই মসজিদের নির্মাণ ত্রুটিসহ সামগ্রিক বিষয় নিয়েই আমরা কাজ করবো।

তিনি আরও বলেন, বিস্ফোরণের ঘটনায় দোষীদের চিহ্নিত করে দ্রুত প্রতিবেদন দেয়া হবে। মসজিদে বিস্ফোরণ ঘটনার মামলাটি পেশাগত সর্বোচ্চ দক্ষতা দিয়ে পরিচালনা কার হবে বলেও জানান তিনি।

সূত্র: DBC News

Tags: