সকালে জেলার মনিপুর বাজারে মানববন্ধনে বক্তারা বলেন, অভিযুক্ত ফার্মেসী মালিক শাখাওয়াত হোসেন এর আগেও মাদক বিক্রির অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক ছিলেন। বের হয়ে সে আবারও একই কাজে জড়িয়ে পড়ে। এ সময় বাজার থেকে ফার্মিসী বন্ধ ও অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানানো হয়।
সূত্র, DBC বাংলা