Type to search

গতকাল নিখোঁজ হওয়া শিশু জোনাকী খাতুনের লাশ উদ্ধার

অপরাধ

গতকাল নিখোঁজ হওয়া শিশু জোনাকী খাতুনের লাশ উদ্ধার

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
যশোর শহরের রেলগেট মডেল মসজিদের পিছনের ডোবা থেকে নয় বছরের শিশু জোনাকি খাতুনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (২ রাখা এপ্রিল) দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়েছে।
শিশুর জোনাকি খাতুন বেনাপোল পোর্ট থানার পুড়াবাড়ি গ্রামের শাহিন তরফদারের মেয়ে। শিশুটি বেনাপোল থেকে গত ৭দিন আগে তার সৎ মায়ের কাছে বেড়াতে যশোর আসে। এরপর গতকাল সোমবার সকাল ১০টা থেকে শিশুটি নিখোঁজ ছিল।
পরিবারের অভিযোগ শিশুটির সৎমা কোহিনুর বেগম তাকে হত্যা করে লাশ ডোবায় ফেলে রেখেছে।