গণমানুষের ভোটের অধীকার ও গনতন্ত্রকামী জনতার আন্দোলনের সাথে একত্বতা ঘোষনা করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাড়ালেন কে এম ফজলুল হক
নড়াইল প্রতিনিধি
তিনি আজ ৩০ নভেম্বর লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে গণমানুষের ভোটের অধীকার ও গনতন্ত্রকামী জনতার আন্দোলনের সাথে একত্বতা ঘোষনা করে নির্বাচন প্রত্যাখান করেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলেন–
প্রিয় নড়াইল বাসী আচ্ছালামুওলাইকুম,
আমি কে এম ফজলুল হক , গ্রাম: আমাদা,ইউনিয়ন-লক্ষীপাশা, উপজেলা: লোহাগড়া, জেলা: নড়াইল।
আমাকে আপনারা সবাই চেনেন এবং জানেন।
আমি দীর্ঘকাল যাবত অসহায় দরিদ্রপিড়ীত মানুষের সুখ
দুঃখের সাথী হয়ে দীর্ঘ ৩ যুগেরও বেশি সময় ধরে কাজ করে যাচ্ছি।
আমি রাস্থাঘাট,মসজিদ, মাদ্রসা,
মাধ্যমিক বিদ্যালয়,বালিকা বিদ্যালয়,কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমার সাধ্যমতো সহযোগিতা
করার চেষ্টা করেছি। তারই ধারাবাহিকতায় এলাকার শিক্ষানুরাগী ব্যাক্তি,সুশীল সমাজের প্রতিনিধি
সর্বোপুরী খেটে খাওয়া আপামোর জনগনের ইচ্ছার কারনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহন
করার ইচ্ছা পোষণ করেছিলাম।
একই সাথে আশা করেছিলাম নির্দলীয় নীরপেক্ষ সরকারের অধীনে
সকল দলের অংশগ্রহনে উৎসবমূখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু এখনও গণতন্ত্রকামী
জনগনের দাবীপুরণ না হওয়ায় বিএনপি,এলডিপি সহ সমমনা রাজনৈতিক দলগুলো ২০১৪.২০১৮
সালের মতো আর কোন নির্বাচনে অংশগ্রহন না করার সিদান্ত নেওয়ায় আমি গণতন্ত্র এবং ভোটাধীকার
পূণ: উদ্ধার আন্দোলনের একজন কর্মী হিসাবে এই নির্বাচনে অংশগ্রহন না করার সিদান্ত নিয়েছে। বিশেষ
করে আমার নেতা বীর মুক্তিযোদ্ধা কর্ণেল অব: অলি আহম্মেদ বিরবিক্রম এর দল লেবারেল
ডেমোক্রেটিভ পার্টি এলডিপি নির্বাচনে অংশগ্রহন না করায় আমি এই নির্বাচন থেকে সরে দাড়ানোর
সিদ্ধান্ত নিয়েছি। আমি জানি নড়াইলের শ্রমজীবী সাধারণ মানুষ আমি নির্বাচন না করায় অনেকে ব্যাথিত
হবেন। তবে আমি কথা দিচ্ছি গণতন্ত্র এবং ভোটাধীকার পূণ: উদ্ধার হলে আমি আবার অপনাদের মাঝে
আপনাদের পছন্দের প্রার্থী হিসাবে ফিরে আসবো।
প্রিয় সাংবাদিক ভায়েরা আমি আপনাদের কাছে চিররিনী,কারণ আপনাদের যে সহযোগিতা আমি পেয়েছি
তা ভোলার মতো নয়।আমি আশা করবো এখন যেভাবে আমার সামাজিক কার্যক্রমগুলো সাধারণ
মানুষের মাঝে তুলে ধরেছেন ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যহত রাখবেন।
পরিশেষে আমার সকল শুভাকাক্ষী,বড়ভাই এবং যারা বিভিন্ন সময় বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা
করেছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি সকল দলের অংশগ্রহনে নির্বাচনের পরিবেশ তৈরি
হলে নড়াইল ২ আসনের জনগণের প্রার্থী হিসাবে আপনাদের সাথে আবার দেখা হবে।ইনশাআল্লাহ।