সোমবার সন্ধ্যায় খুলনায় নেয়ার পর সকাল থেকে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। রিমান্ড শেষে সাতক্ষীরা আদালতে হাজির করা হবে সাহেদকে।
গত ২৩শে জুলাই সাতক্ষীরার ভার্চুয়াল আদালতে সাহেদকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে রবিবার তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
করোনার ভুয়া রিপোর্ট দেয়া রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদকে অস্ত্রসহ সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়।