খুলনা বিএনপির সমাবেশে দফায় দফায় হামলা ভাংচুর সংঘর্ষ
খুলনায় বিএনপি আয়োজিত বৃহস্পতিবারের সমাবেশ পন্ড হয়েছে। হামলা ভাংচুর সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছেন।থেমে থেমে ইট পাটকেল নিক্ষেপ ও টিয়ার সেল নিক্ষেপের ঘটনা ঘটছে। পুলিশ বিএনপির কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে। বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে খুলনা কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যাালয়ের সামনে আজ বেলা ৩টায় এ সমাবেশ আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আগেই খুলনায় পৌঁছান।