Type to search

খুলনার মহসেন জুট মিলের শ্রমিকেরা বকেয়া পরিশোধের দাবিতে কঠোর হচ্ছে

অন্যান্য

খুলনার মহসেন জুট মিলের শ্রমিকেরা বকেয়া পরিশোধের দাবিতে কঠোর হচ্ছে

খুলনা সংবাদদাতা:খুলনার শিরোমনি শিল্প এলাকার ব্যক্তিমালিকানধীন মহসেন জুট মিল বন্ধের ৭ বছর অতিবাহিত হলেও শ্রমিক কর্মচারীদের পিএফ, গ্রাচুইটি সহ চুড়ান্ত পাওনা না পাওয়ায় শিরোমনি শিল্প এলাকা ও মিলটির শ্রমিক কলোনিতে চরম শ্রমিক অসন্তোষ বিরাজ করছে। আন্দোলনরত সাধারন শ্রমিক কর্মচারীরা তাদের চুড়ান্ত পাওনা পরিশোদের দাবিতে গত শুক্রবার বিকাল ৪ টায় শ্রমিক ইউনিয়নের সামনে মানববন্ধন কর্মসুচি পালন করে, এছাড়া ৬ জুলাই সোমবার খুলনা জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি প্রদান করে। মিলটি বিগত ২০১৩ সালের ২৩ শে জুন প্রথমে ৩৯০ দিন লে অফ এবং পরবর্তিতে ২০১৪ সালের ১৭ জুলাই শ্রমিক কর্মচারীদের কে শ্রম আইনের তোয়াক্কা না করে মালিক পক্ষ এক নোটিশের মাধ্যমে ছাটাই করা হয়। ছাটায়ের ৭ বছর অতিবাহিত হলেও শ্রমিক কর্মচারীরা তাদের চুড়ান্ত পাওনা না পাওয়ায় আবারো আন্দেলনে নেমেছে বলে জানিয়েছেন মিলটির সাবেক সাধারণ সম্পাদক মোড়ল আঃ রহমান। তিনি বলেন খুলনা জেলা প্রশাসকের উপস্থিতিতে ত্রি পক্ষিয় বৈঠকে মিলের শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধ না করে কোন মালামাল বিক্রি না করার সিদ্ধান্ত হলেও সিবিএ নেতারা শ্রমিকদের দিকে না তাকিয়ে তারা মিলের মালামাল বিক্রয় কাজে সহযোগিতা করে যাচ্ছে। তিনি আরও বলেন মালিক ও সিবিএ নেতারা বছরের পর বছর শ্রমিকের পাওনা পরিশোধ না করে তালবাহনা করছে যার কারনে শ্রমিকেরা আর মুখের কথা শুনতে চায় না তাই বাধ্য হয়ে শান্তিপুর্ন আন্দোলনের মাধ্যমে এর ফয়সালা করার সিদ্ধান্ত নিয়েছে। ১০ জুলাই শুক্রবার বিকাল ৪ টায় শ্রমিক কলোনিতে শ্রমিক জনসভার মধ্য দিয়ে আন্দোলনের কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আন্দোলনরত সাধারন শ্রমিক কর্মচারীদের নেতৃবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *