দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন ফখরুল বলেন, দ্রুত বিএনপি চেয়ারপারসনের উন্নত চিকিৎসা জরুরি। তিনি আরও বলেন,’আরও কিছু প্রবলেম দেখা দিয়েছে। কিডনী ঠিকঠাক মতো কাজ করছে না। লিভারও কাজ করছে না তাই জ্বর চলে যাবার পর আবারও আসছে। জুডিশিয়ারি এখানে মুক্ত নয়। এটাই প্রমাণিত হয়।’
এদিকে, দেশে রাজনীতি নেই বলেই আওয়ামী লীগ ভিন্ন বিষয়কে সামনে এনে দৃষ্টিকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেন ফখরুল। বলেন, খালেদা জিয়ার জন্মদিনের বিষয়ে রিটটি আদালতের আমলেই নেয়া উচিত হয়নি। অনেকের জন্মদিন আর সার্টিফিকেটের তারিখ এক নাও হতে পারে। তাই এটি কেন ইস্যু হতে পারে না।
জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কাজ নির্বাচন কমিশনের কাছ থেকে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে হস্তান্তরের প্রক্রিয়া নিয়েও উদ্বেগ জানান তিনি।সূত্র,ডিবিসি নিউজ