কোন চক্রান্ত ও ষড়যন্ত্র আওয়ামী লীগের বিজয়কে নস্যাৎ করতে পারবে না: শরিফ আশরাফ আলী
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরিফ আশরাফ আলী বলেছেন, আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় এসে সরকার গঠন করবে। কোন চক্রান্ত ও ষড়যন্ত্র আওয়ামী লীগের বিজয়কে নস্যাৎ করতে পারবে না। মহান মুক্তিযুদ্ধের চেতনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকার কৃষক বান্ধব সরকার। আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশের কৃষকরা ভাল থাকে। কৃষি উৎপাদন বৃদ্ধি পায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কৃষকদের কল্যাণে কৃষি উপকরণ সার বীজ প্রদানসহ নানা ক্ষেত্রে ভর্তুকি দিয়ে যাচ্ছে।
গতকালসোমবার (২১ আগস্ট) বিকেলে মণিরামপুর উপজেলার নেংগুড়াহাট ফাজিল মাদ্রাসা মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও ২১ শে আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে শোক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
কৃষকলীগের আয়োজনে আলোচনা সভায় উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন। বিশেষ অতিথি ছিলেন কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম বাদশা, বেসরকারী সংস্থা বিষয়ক সম্পাদক মিরুল ইসলাম, যশোর জেলা কৃষকলীগের সভাপতি এ্যাড. শামসুর রহমান, সাধারণ সম্পাদক এ্যাড. মোশাররফ হোসেন, বিশেষ বক্তা ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও জেলা কৃষকলীগের সহ-সভাপতি এস এম ইয়াকুব আলী। উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম ও টুঙ্গিপাড়া উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আসলাম সরদার।
শোক সভা শেষে ১৫ই ও ২১ শে আগষ্টে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবার সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
পরে অতিথিবৃন্দ বৃক্ষরোপন করেন, কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা এবং ডেঙ্গু প্রতিরোধে মশারী ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন।