Type to search

কোটা আন্দোলন: জগন্নাথের ৪ শিক্ষার্থী গুলিবিদ্ধ

শিক্ষা

কোটা আন্দোলন: জগন্নাথের ৪ শিক্ষার্থী গুলিবিদ্ধ

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপরে হামলা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী গুলিবিদ্ধ এবং একজন ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে ক্যাম্পাস থেকে বের হলে রায়সাহেব বাজার মোড়ে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ শিক্ষার্থীদের উদ্ধার করে প্রথমে ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। সেখান তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। ঢাকা মেডিকেলের হাসপাতালের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা চারজন গুলিবিদ্ধ শিক্ষার্থীকে পেয়েছিলাম, তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। আরেকজন শিক্ষার্থী ছুরির আঘাত নিয়ে এসেছিলেন।”

পরে আন্দোলনকারীরা মূল ফটক থেকে লাঠিসোঁটা নিয়ে রায়সাহেব বাজার মোড়ে পৌঁছালে গুলির ঘটনা ঘটে।

এরপর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাঁতীবাজার মোড় দখল করে স্লোগান দিতে থাকেন। রায়সাহেব বাজার ছাড়াও বাহাদুর শাহ পার্ক এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসব এলাকায় পুলিশ সতর্ক অবস্থান নিয়েছ

 

 

সুত্র ,