Type to search

কোটালীপাড়া উপজেলা শিক্ষা অফিসার করোনায় আক্রান্ত

জাতীয়

কোটালীপাড়া উপজেলা শিক্ষা অফিসার করোনায় আক্রান্ত

গোপালগঞ্জ প্রতিনিধি:   গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা শিক্ষা অফিসার অরুন চন্দ্র ঢালী করোনায় আক্রান্ত হয়েছে। সে বর্তমানে নিজ বাসভবনে আইসোলেশনে আছেন।

মঙ্গলবার (১১আগস্ট) সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে অরুন চন্দ্র ঢালীর করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

করোনার শুরু থেকে অরুন চন্দ্র ঢালী সরকারি ত্রান বিতরনসহ দাপ্তরিক বিভিন্ন কাজ করেছেন বলে তার কার্যালয় সূত্রে জানাগেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য বলেন, করোনা উপসর্গ নিয়ে সোমবার (১০ আগস্ট) উপজেলা শিক্ষা অফিসার অরুন চন্দ্র ঢালী করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। মঙ্গলবার সন্ধ্যায় তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। শারীরিক ভাবে তিনি অনেকটা সু্স্থ রয়েছেন। বর্তমানে তিনি নিজ বাড়ীতে আইসোলেশনে আছেন।

Tags: