Type to search

কেশবপুর প্রেসক্লাব নির্বাচনে আশরাফ সভাপতি ও ফুয়াদ সাধারণ সম্পাদক

অন্যান্য

কেশবপুর প্রেসক্লাব নির্বাচনে আশরাফ সভাপতি ও ফুয়াদ সাধারণ সম্পাদক

কেশবপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে আশরাফ সভাপতি ও ফুয়াদ সাধারণ সম্পাদক নির্বাচি।
জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে।যশোরের কেশবপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে আশরাফ উজ জামান খান সভাপতি ও আব্দুল্লাহ আল ফুয়াদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ।
গত শনিবার কেশবপুর প্রেসক্লাবে শান্তিপূর্ণ ভাবে দ্বিবার্ষিক নির্বাচনে অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে ৪৯ জন ভোটারের মধ্যে ৪৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে সভাপতি পদে আশরাফ উজ জামান খান ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকট তম প্রার্থী আজিজুর রহমান পেয়েছেন ১৯ ভোট, ও অপর প্রার্থী মোতাহার হোসাইন পেয়েছে ৬ ভোট। সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ আল ফুয়াদ পেয়েছে ২৫ ভোট, নিকটতম প্রার্থী জয়দেব চক্রবর্ত্তী পেয়েছে ২২ ভোট। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোল্লা আব্দুস সাত্তার ও আব্দুল হাই সিদ্দিকী। যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল কুমার দে , সিদ্দিকুর রহমান। কোষাধাক্য শামসুর রহমান, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান। ক্রীড়া ও সাহিত্য সম্পদক শাহিনুর রহমান, গ্রহন্থ্যগার সম্পাদক মাষ্টার মতিয়ার রহমান। নির্বাহী সদস্য নূরুল ইসলাম খান, রমেশ কুমার দত্ত, মেহেদী হাসান জাহিদ, আইয়ুব খান ও অলিয়ার রহমান।
কেশবপুর প্রেসক্লাবের নির্বাচন পর্যবেক্ষক ছিলেন কেশবপুর উপজেলার নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন ও কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেছেন সিনিয়র সাংবাদিক এস এম শামসুজ্জামান, মদন সাহা অপু ও আব্দুল মোমিন। কেশবপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি সম্পাদক সহ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন। ##
জাহিদ আবেদীন বাবু
কেশবপুর