Type to search

কেশবপুর পৌরসভার ৭৩ কোটি টাকার উন্নয়ন বাজেট ঘোষণা

কেশবপুর

কেশবপুর পৌরসভার ৭৩ কোটি টাকার উন্নয়ন বাজেট ঘোষণা

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে।
যশোরের কেশবপুর পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের ৭৩ কোটি ৩৮ লাখ ৪৫ হাজার ৪৩২ টাকার উন্নয়ন বাজেট ঘোষণা করেছে। বুধবার সকালে পৌর নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেনের পরিচালনায় পৌরসভার সম্মেলন কক্ষে ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল। বাজেটে মোট আয় দেখানো হয়েছে ৭৩ কোটি ৩৮ লাখ ৪৫ হাজার ৪ শত ৩২ টাকা, ব্যায় দেখানো হয়েছে ৭২ কোটি ০৫ লাখ ৮৭ হাজার টাকা এবং উদ্বৃত্ত তহবিল দেখানো হয়েছে ১ কোটি ৩২ লাখ ৫৮ হাজার ৪ শত ৩২ টাকা।
বাজেট সভায় আলোচনায় অংশ নেন, উপজেলা সমবায় অফিসার নাসিমা খাতুন, ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলী, আওয়ামী লীগনেতা আব্দুল আজিজ, পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জেল হোসেন, হিসাবরক্ষণ কর্মকর্তা মফিজুর রহমান, প্যানেল মেয়র মনোয়ার হোসেন মিন্টু, প্যানেল মেয়র-২ শেখ আতিয়ার রহমান, পৌর কাউন্সিলর মশিয়ার রহমান, শেখ এবাদত সিদ্দিক বিপুল, কাউন্সিলর আব্দুল হালিম মোড়ল, কামাল হোসেন খান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আছিয়া হালিম শিল্পী, আসমা খলিল প্রমুখ।