Type to search

কেশবপুরে সরকারি ও বেসরকারি উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

যশোর

কেশবপুরে সরকারি ও বেসরকারি উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে-

 

 

যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার কেশবপুর পৌরসভা ও উপজেলার ১১টি ইউনিয়নের এক হাজার গরীব ও অসহায় পরিবারের মাঝে খাবার পৌঁছে দেওয়া হয়েছে। কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান সাংবাদিকদের জানান, যে সব শ্রমজীবী মানুষ বাড়ির বাইরে বের হয়ে শ্রম বিক্রি করতে পারছেন না, এরকম এক হাজার পরিবারকে সরকারের পক্ষ থেকে দশ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি পেঁয়াজ, এক কেজি লবণ এবং এক কেজি আলুর প্যাকেট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়াম্যোন, ইউপি সদস্য, ট্যাগ অফিসার, ও গ্রামপুলিশ। কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা জানান, ৬ নং ইউনিয়নে ৮০ টি প্যাকেট বাড়ি বাড়ি যেয়ে দেওয়া হয়েছে। হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলমত আলী জানান, ৮০টি ছিন্নমূল পরিবারের মাঝে সরকারি সাহায্য বিতরণ করার হয়েছে। পৌরসভার নয়টি ওয়ার্ডে ৯০ টি ছিন্নমূল পরিবারের মাঝে সরকারি সাহায্যের প্যাকেট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। এদিকে কেশবপুর পৌর সভার ৫ নং ওয়ার্ডের মীর পাড়া জামে মসজিদ এলাকার কয়েকজন ব্যক্তিদের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে এলাকার হত দরিদ্র ও স্বল্প আয়ের শতাধিক পরিবারের মাঝে বাড়ি বাড়ি যেয়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্যারামেডিকেল এন্ড টেকনোলজি.এফ (পিটিএফ) এর চেয়ারম্যান একে আজাদ ইকতিয়ার, শেখ আব্দুল আজিজ, শেখ বাবুল হোসেন, মীর শান্ত প্রমূখ।##