কেশবপুরে সমাধান এনজিও’র কার্যালয় লকডাউন
জাহিদ আবেদীন বাবু, কেশবপুর(যশোর) থেকে।
যশোরের কেশবপুর উপজেলার সমাধান এনজিও’র পরিচালক রেজাউল ইসলামসহ এক কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় রোববার সকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা ঐ এনজিও’র কার্যালয় লকডাউন ঘোষণা করেছেন। একটি সূত্র জানায়, সমাধানের পরিচালক বেশি অসুস্থ থাকায় তিনি বৃহস্পতিবার থেকে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা জানান, উপজেলায় করোনা ভসইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় সংক্রমণ রোধ করতে লকডাউন কঠোর ভাবে কার্যকর করা হচ্ছে।