Type to search

কেশবপুরে সচিব নাসিমুল গনির পূজা মন্ডপ পরিদর্শন 

কেশবপুর

কেশবপুরে সচিব নাসিমুল গনির পূজা মন্ডপ পরিদর্শন 

কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুর উপজেলায় উৎসব মুখর পরিবেশে ৯২ টি পূজা মন্ডপে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার ভেরচি নিমতলা পুজা মন্ডপসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন মহামান্য রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। এ সময় উপস্থিত ছিলেন,
যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আব্দুল মজিদ। কেন্দ্রীয় বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন, কেশবপুর উপজেলা যুবদল, সেচ্ছাসেবকদল ও ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ।
 প্রধান অতিথি সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, কেশবপুরে বেড়াতে এসে খুবভালো লাগছে। এখানকার মানুষের আতিথেয়তায় তিনি মুগ্ধ হয়েছেন বলে জানান। এছাড়াও সাম্প্রতিক সময়ের জলাবদ্ধতায় আবদ্ধ মানুষের প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত পানি নিষ্কাশন এবং জলাবদ্ধতা নিরসনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আশ্বাস প্রদান করেন। এদিকে কেশবপুরের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। এছাড়া
কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ শুক্রবার সকালে উপজেলা’ বিভিন্ন ইউনিয়ন এর বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন। এসময়ে তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যপক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ প্রমুখ।
 দূর্গাপূজা উৎযাপন পরিষদ কেশবপুর উপজেলা শাখার দেওয়া তথ্য অনুযায়ী উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌর সভা ৯২ টি পূজা মন্ডপে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।
  কেশবপুরে উপজেলায় সনাতন ধর্মালম্বীদের আসন্ন দূর্গাপূজা উৎসব নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্য উপলক্ষে বিএনপি জামাতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো একাধিক মতবিনিময় সভা করে দূর্গাউৎসব পালনের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নিরাপত্তা নিশ্চিত করেছেন।
   শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে উপজেলায় সরকারি অনুদান হিসাবে ৪৬ মেট্রিলটোন চাল বরাদ্ধ দেওয়া হয়েছে।
  কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম বলেন উপজেলায় শারদীয় দূর্গা পূজা উৎযাপনে নিরাপত্তার কোনো বিঘ্নিত হবে না। থানা পুলিশের সহযোগিতার পাশাপাশি আনসার বাহিনী মোতায়েন করা হয়েছে।