Type to search

কেশবপুরে মীর সিমেন্ট লিমিটেডের উদ্যোগে ব্যবসায়ীদের মিলনমেলা

যশোর

কেশবপুরে মীর সিমেন্ট লিমিটেডের উদ্যোগে ব্যবসায়ীদের মিলনমেলা

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর(যশোর) থেকে ঃ
সততা ও উত্তম সেবার অঙ্গীকার নিয়ে যশোরের কেশবপুরে মীর সিমেন্ট লিমিটেড ও মেসার্স এম জামান এন্টারপ্রাইজের যৌথ উদ্যোগে ব্যবসায়ীদের মিলনমেলা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহরের আবু শরাফ সাদেক অডিটোরিয়ামে ব্যবসায়ী, ইঞ্জিনিয়র ও ঠিকাদারদের নিয়ে এ মিলনমেলার আয়োজন করা হয়। মেসার্স এম জামান এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মীর সিমেন্ট লিমিটেডের চীফ মার্কেটিং অফিসার মো. মশিউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন কেশবপুর পাইলট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যাপক মছিহুর রহমান, মীর সিমেন্ট লিমিটেডের গুণাগুণ তুলে ধরে বক্তব্য দেন যশোর অঞ্চলের ম্যানেজার রফিকুল মুহিত, সহকারী ম্যানেজার আফ্রিকান হোসেন, শিক্ষক গোলাম কিবরিয়া, শফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে লটারীর মাধ্যমে ১০ জন ভাগ্যবান ব্যক্তিকে পুরষ্কৃত করা হয়।