Type to search

কেশবপুরে বিদ্যুৎ স্পৃষ্টে হনুমানের মৃত্যু

কেশবপুর

কেশবপুরে বিদ্যুৎ স্পৃষ্টে হনুমানের মৃত্যু

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর
যশোরের কেশবপুরে বিদ্যুৎ স্পৃষ্টে একটি বিরল প্রজাতির হনুমানের মৃত্যু হয়েছে।
জানা গেছে, কেশবপুর উপজেলার বায়সা গ্রামের বায়তুন নুর জামে মসজিদের সামনে মঙ্গলবার সকালে খাদ্যের সন্ধানে দলছুট একটি বিরল প্রজাতির কালোমুখ হনুমানকে বিভিন্ন বাড়ির ছাদের উপরে ছুটে বেড়াতে দেখে এলাকাবাসী। গ্রামের আবুল কাসেম বলেন, এর কিছু সময়ে পরে হনুমানটি বিদ্যুতের তারের উপর দিয়ে লাফিয়ে পার হতে যেয়ে বিদ্যুতের তারে জড়িয়ে হনুমানটি রাস্তার উপর পড়ে যায়। পথচারীরা হনুমানটিকে উদ্ধার করে দেখে তার মৃত্যু হয়েছে। এলাকাবাসি বিষয়টি কেশবপুর উপজেলা বন অধিদপ্তরকে জানিয়েছেন।