কেশবপুরে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
কেশবপুর (যশোর) প্রতিনিধি-
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) কেশবপুর উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কেশবপুর প্রেসক্লাব কনফারেন্স হল রুমে সংগঠনের কেশবপুর শাখার আহবায়ক স্যামুয়েল দাসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য প্রফেসর আকমল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও যশোর জেলা পরিষদের সদস্য শ্যায়েলা জেসমিন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশিদ লাল্টু, মনিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হোসনেয়ারা রিমা। কেশবপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামানের সঞ্চালনায় অন্যদের মধ্যে সাংবাদিক নূরুল ইসলাম খান, শামসুর রহমান, হাবিবুর রহমান, রেনুকা হালদার প্রমুখ বক্তব্য রাখেন।