Type to search

কেশবপুরে প্রশাসনের কাছে শাহিন চাকলাদারের ত্রান সহায়তা সামগ্রী হস্তান্তর

যশোর

কেশবপুরে প্রশাসনের কাছে শাহিন চাকলাদারের ত্রান সহায়তা সামগ্রী হস্তান্তর

 কেশবপুর (যশোর) প্রতিনিধি-

যশোর -৬ কেশবপুর সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বিভিন্ন সহায়তাসামগ্রী কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান এর নিকট হস্তান্তর করেছেন। রোববার কেশবপুর উপজেলা পরিষদের সভাকক্ষে করোনাভাইরাস প্রতিরোধে অসহায় ও দুস্থ ৫ হাজার পরিবারের খাদ্যসামগ্রী, ৫ হাজার মাস্ক, ১ হাজার ৩শ’ হেক্সিসল, ১শ’ পিপিই বিতরণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন- কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রহুল আমিন, সহসভাপতি ও কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, কেশবপুর থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দীন, কেশবপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক প্রমুখ।