Type to search

কেশবপুরে পৃথকভাবে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

যশোর

কেশবপুরে পৃথকভাবে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে।      যশোরের কেশবপুরে থানা ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পৃথকভাবে উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে মঙ্গলবার দুপুরে কেশবপুর থানা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেশবপুর থানা বিএনপির প্রয়াত সাবেক সভাপতি আবু বক্কর এবং কেশবপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল গফফারের কবর জিয়ারত ও কবরস্থানে বৃক্ষরোপন করা হয়। এরপর ডাকবাংলাস্থ দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময়ে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, কেশবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আলাউদ্দিন আলা, সাবেক পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কুতুব উদ্দিন বিশ্বাস, বিএনপি নেতা নুরুজ্জামান চৌধুরী, শাখাওয়াত হোসেন, মোকারম, সাইফুল ইসলাম,  যুবদল নেতা গোলাম মোস্তফা, আলম হোসেন, সাজ্জাদুল কবির মিল্টন, কবির হোসেন রিপন, ইয়াসিন, ছাত্রদল নেতা মাসুম বিল্লাহ, সাকিলুর রহমান প্রমুখ। অপরদিকে, একইদিনে থানামোড়স্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা বাবর আলী গাজির সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মশিয়ার রহমান, পৌর বিএনপি নেতা শেখ শহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক রেজাউল ইসলাম, বিএনপি নেতা রেজাউল ইসলাম, সাবেক চেয়ারম্যান মকবুল হোসেন মুকুল, অমেদ আলী, কেএম খলিলুর রহমান প্রমুখ।