Type to search

কেশবপুরে নছিমন ও মোটরসাইকেলের সংঘর্ষে আহত ৪

যশোর

কেশবপুরে নছিমন ও মোটরসাইকেলের সংঘর্ষে আহত ৪

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে।      যশোরের কেশবপুরে ইঞ্জিন চালিত নছিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও নছিমন থানা হেফাজতে নিয়েছেন।

জানা গেছে, শনিবার দুপুরে কেশবপুর ভায়া কলাগাছি সড়কের রামভদ্রপুর বটতলা নামক স্থানে মোটরসাইকেল ও শেওলা বোঝাই নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় ইঞ্জিন চালিত নছিমনটি সড়কের পাশের পুকুরে পড়ে যায়। এতে মোটরসাইকেল আরোহী ৩ ব্যক্তি ও নছিমনের চালক আহত হন। আহতরা হলেন, মোটরসাইকেল আরোহী ভালুকঘর গ্রামের সাইফুল্লাহ বাবু (২১), বারুইহাটি গ্রামের শামিম (১৭) ও রিয়াদ হোসেন (২০) এবং পাঁজিয়া গ্রামের নছিমন চালক ইমরান হোসেন (২৫)। এসময় উপস্থিত লোকজন আহতদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

এ ব্যাপারে কেশবপুর থানার উপ পরিদর্শক তাপস কুমার রায় জানান, দুর্ঘটনাস্থল থেকে নছিমন ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।