কেশবপুরে ঠিকাদারের বিরুদ্ধে ৫ লক্ষ টাকার গাছ কেটে নেওয়ার অভিযোগ
কেশবপুর(যশোর)প্রতিনিধি।
যশোরের কেশবপুরে এক ঠিকাদারের বিরুদ্ধে সরকারি রাস্তার প্রায় ৫ লক্ষ টাকার গাছ অবৈধভাবে কর্তনের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় স্থানীয়রা ঐ ঠিকাদারের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারে নিকট একটি লিখিত অভিযোগ করেছে।
অভিযোগে সূত্রে জানা গেছে, সম্প্রতি যশোর-সাতক্ষীরা সড়কের বিভিন্ন স্থানে বনবিভাগের আওতাধীন টেন্ডারকৃত গাছ মারা শুরু হয়েছে । ঠিকাদার মোঃ রবিউল ইসলাম রবি মার্ককৃত যে গাছগুলো মারা উপযোগী সেগুলিসহ মার্কহীন জেলা পরিষদের অনেক গাছ মেরে নিচ্ছে। এসব গাছের বয়স আনুমানিক ৪০ থেকে ৫০ বছর। উক্ত সড়কের আলতাপোল চারের মাথা থেকে জেলা পরিষদের কয়েকটি পুরাতন মেহেগনী ও শীল কড়াই গাছ, এছাড়া মানিকপোল স্কুলের পাশ থেকে ১ টি আম গাছসহ ১০/১২ টি গাছ মেরে নেয়। কিছু গাছ মেরে তা গোপনে নিয়ে চলে যায়। বাকী গাছ স্থাণীয়বাসীদের বাঁধার মুখে ফেলে রেখে চলে যায়।যার আনুমানিক মুল্য প্রায় ৫ লক্ষ টাকারও বেশী। এঘটনায় রোবিবার এলাকাবাসীর পক্ষে তবিবুর রহমান, মোঃ সোহাগ, নুরুজ্জামান ও মনিরুজ্জামান বাদী হয়ে ঠিকাদার রবিউল ইসলাম রবির বিরুদ্ধে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার নিকট একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে সূত্রে জানা গেছে, সম্প্রতি যশোর-সাতক্ষীরা সড়কের বিভিন্ন স্থানে বনবিভাগের আওতাধীন টেন্ডারকৃত গাছ মারা শুরু হয়েছে । ঠিকাদার মোঃ রবিউল ইসলাম রবি মার্ককৃত যে গাছগুলো মারা উপযোগী সেগুলিসহ মার্কহীন জেলা পরিষদের অনেক গাছ মেরে নিচ্ছে। এসব গাছের বয়স আনুমানিক ৪০ থেকে ৫০ বছর। উক্ত সড়কের আলতাপোল চারের মাথা থেকে জেলা পরিষদের কয়েকটি পুরাতন মেহেগনী ও শীল কড়াই গাছ, এছাড়া মানিকপোল স্কুলের পাশ থেকে ১ টি আম গাছসহ ১০/১২ টি গাছ মেরে নেয়। কিছু গাছ মেরে তা গোপনে নিয়ে চলে যায়। বাকী গাছ স্থাণীয়বাসীদের বাঁধার মুখে ফেলে রেখে চলে যায়।যার আনুমানিক মুল্য প্রায় ৫ লক্ষ টাকারও বেশী। এঘটনায় রোবিবার এলাকাবাসীর পক্ষে তবিবুর রহমান, মোঃ সোহাগ, নুরুজ্জামান ও মনিরুজ্জামান বাদী হয়ে ঠিকাদার রবিউল ইসলাম রবির বিরুদ্ধে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার নিকট একটি লিখিত অভিযোগ করেছেন।