Type to search

কেশবপুরে কৃষকের বোরোধান কেটে দিয়ে সহযোগিতা করলেন শিক্ষকরা

যশোর

কেশবপুরে কৃষকের বোরোধান কেটে দিয়ে সহযোগিতা করলেন শিক্ষকরা

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর)  থেকে। যশোরের কেশবপুরের শিক্ষকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়াদিয়ে কৃষকের জমির পাঁকা বোরো ধান কেটে সহযোগিতা করেছেন। রোববার সকালে উপজেলার বুড়িহাটি গ্রামের কৃষক আজাহারুল ইসলামের ক্ষেতের পাঁকা ধান বুড়িহাটি মাধ্যমিক  বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা কেটে ও বেঁধে দেয়। একই দিন উপজেলা নিম্ম মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির শিক্ষকরা উপজেলার খতিখালী গ্রামের দুলাল সরকারের ক্ষেতের পাকা ধান কেটে দেয়। ধান কাটায় অংশ গ্রহণ করেন সমিতির সভাপতি সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মকবুল হোসেন, সহসভাপতি প্রধান শিক্ষক বাসুদেব সেনগুপ্ত, সহসম্পাদক প্রধান শিক্ষক আশরাফুজ্জামান, মহিলা বিষয়ক সম্পাদক প্রধান শিক্ষক প্রভাত কুমার কুন্ডু, প্রধান শিক্ষক নিখিল চন্দ্র দাস, রবি সাহা, হাতেম আলী, তরুন পাল, জি এম শাহিন,আব্দুল আহাদ, বিশ্বজিৎ সরকার, ওলিয়ার রহমানসহ শিক্ষক নের্তৃবৃন্দ।

এ ব্যাপারে উপজেলা নিম্ম মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি সুফলাকাটি ইউনিয়ন পরিষদের মাষ্টার  চেয়ারম্যান আব্দুস সামাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে আমরা কৃষকদের ধান কেটে সহযোগিতা করছি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *