জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে।
যশোরের কেশবপুর উপজেলা পল্লীতে পারিবারিক কলহের জের ধরে আব্দুল আজিজ সরদার নামে এক বৃদ্ধ কীটনাশক পানে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মঙ্গলকোট গ্রামে । এ ঘটনায় কেশবপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের মৃত জলিল সরদারের ছেলে আব্দুল আজিজ সরদার (৬০) পারিবারিক কলহের জেরে সোমবার সকালে বিষপানে আত্মহত্যা করে। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীন বলেন, বিষপানে আত্মহত্যার ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ##