Type to search

কেশবপুরে করোনা যুদ্ধে জয়ী ১০ জনকে ফুলের শুভেচ্ছা 

যশোর

কেশবপুরে করোনা যুদ্ধে জয়ী ১০ জনকে ফুলের শুভেচ্ছা 

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর)  থেকে। 

যশোরের কেশবপুর উপজেলায় ১২জন করোনা আক্রান্তদের মধ্যে ১০জন করোনা যুদ্ধে জয়ী হওয়ায় ফুলের শুভেচ্ছা জানিয়ে আইসোলেশন থেকে মুক্তি দিয়েছেন যশোরের সিভিল সার্জন ডাক্তার মোঃ শাহিন ।
সোমবার বিকেলে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আক্রান্তদের নেগেটিভ রিপোর্ট আশায় তাদেরকে করোনা ওয়ার্ডের আইসোলেশন থেকে মুক্তি দেওয়া হয়েছে । আক্রান্তরা এখন সবাই সুস্থ । তারা পূর্বের মতো আবার নিজে নিজে ও কর্মে আত্মনিয়োগ করতে পারবেন । করোনা যুদ্ধে জয়ীদের মধ্যে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আটজন রয়েছেন । তাদের মধ্যে দুইজন মেডিকেল অফিসার,  দু’ জন সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, দুইজন স্বাস্থ্যকর্মী, একজন টেকনিশিয়ান ও একজন সহকারী স্বাস্থ্য কর্মী রয়েছে । অন্য দুইজন হল উপজেলার ধর্মপুর গ্রামের একজন গৃহবধূ অপর জন বাইশা গ্রামের একজন ।
উপজেলায় মোট আক্রান্ত ১২ জনের মধ্যে ১০জন সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন । আক্রান্ত অপর দুইজন আইসোলেশন রয়েছে । করোনা যুদ্ধে জয়ী দের ফুলের শুভেচ্ছা জানিয়ে যশোরের সিভিল সার্জন মোঃ আবু শাহিন জানান, করোনা যুদ্ধে জয়ীরা আবার পুরোদমে মানুষের স্বাস্থ্য সেবায় নিয়োজিত হবেন ।##