কেশবপুরে আ.লীগের বর্ধিত সভা ; না মিলন মেলা
জাহিদ আবেদীন বাবু,কেশবপুর (যশোর) থেকে।
যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনের উপনির্বাচনের লক্ষ্যে কেশবপুর উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা শহরের আবু শরাফ সাদেক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে কেশবপুর উপজেলা, ইউনিয়ন, পৌর, ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের সমন্বয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। দীর্ঘ ৬ বছর পর দলের ত্যাগি ও পোড়খাওয়া নেতা কর্মীরা একত্রিত হলে বর্ধিত সভা মিলন মেলায় পরিণত হয়। সবাই দ্বিধা দ্বন্দ্ব ভুলে নৌকা প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে শপথ নেয়।
কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনের নৌকা প্রতিকের প্রার্থী শাহীন চাকলাদার। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল, মজিদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম সরোয়ার, সুজাপুর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি দীপক মুখার্জি, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আজাহারুল ইসলাম মানিক, মেম্বার মাজাহারুল ইসলাম প্রমুখ।
যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনের উপনির্বাচনের লক্ষ্যে কেশবপুর উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা শহরের আবু শরাফ সাদেক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে কেশবপুর উপজেলা, ইউনিয়ন, পৌর, ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের সমন্বয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। দীর্ঘ ৬ বছর পর দলের ত্যাগি ও পোড়খাওয়া নেতা কর্মীরা একত্রিত হলে বর্ধিত সভা মিলন মেলায় পরিণত হয়। সবাই দ্বিধা দ্বন্দ্ব ভুলে নৌকা প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে শপথ নেয়।
কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনের নৌকা প্রতিকের প্রার্থী শাহীন চাকলাদার। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল, মজিদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম সরোয়ার, সুজাপুর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি দীপক মুখার্জি, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আজাহারুল ইসলাম মানিক, মেম্বার মাজাহারুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্যে গত ২১ জানুয়ারী কেশবপুরের সংসদ ইসমাত আরার মৃত্যুতে যশোর-৬ সংসদীয় আসনটি শূন্য হয়। উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় পৌরসহ উপজেলার সকল ইউনিয়নের নেতাকর্মীরা দ্বিধা দ্বন্দ্ব ভুলে নৌকা প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে শপথ নেয়।