কেশবপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের আসামি শ্যামল সরকারকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন
কেশবপুর (যশোর) প্রতিনিধি।
যশোরের কেশবপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের আসামি শ্যামল সরকারকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে ছাত্র জনতা। বৃহস্পতিবার দুপুরে কেশবপুর বাজারের ত্রিমোহীনি মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন কেশবপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সম্রাট, রাসেল, মাসফি, অহিদুর রহমান অন্তু প্রমুখ।
বক্তারা বলেন, পতিত আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের আমলে কেশবপুরের কুলাঙ্গার, ধর্ম ব্যবসায়ী, নিয়োগ বানিজ্যের হোতা, ভারতের দালাল, এজেন্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের আসামি সাংবাদিক শ্যামল সরকারসহ ৩২জন প্রতিনিয়ত পুলিশ ও আওয়ামী লীগ সরকারের মদদ দিয়ে এবং টকশোতে উস্কানিমূলক বক্তব্য দিয়ে রক্তঝরানোর মতো মানবতা ও রাষ্ট্রবিরোধী কাজে জড়িত সাংবাদিক শ্যামল সরকারসহ সকল সাংবাদিকের গ্রেফতারের দাবিতে আজ বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন করেছে কেশবপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র ও জনতা।