কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ৮০ বোতল ফেন্সিডিল ও মোটরসাইকেল সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি, আবীর হাসান স্বাধীন :- কুষ্টিয়ায় র্যাবের বিশেষ অভিযানে ৮০ বোতল ফেন্সিডিল ও মোটরসাইকেল সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। র্যাব সুত্রে জানা যায়, কুষ্টিয়া র্যাব-১২, সিপিসি-১, ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে কুষ্টিয়া র্যাব ১২ ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে ২৭ আগষ্ট ২০২০ ইং তারিখ দুপুর ১.৪৫ ঘটিকার সময়,‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন তারাগুনিয়া বাজারস্থ জৈনক মোঃ হাবিবুর রহমান উজ্জল এর বসতবাড়ীর সামনে পঁাকা রাস্তার উপর একটি মাদক অভিযান পরিচালনা করে ৮০ বোতল ফেন্সিডিল, ০৪ টি মোবাইল ফোন, ০৫ টি সীম কার্ড,নগদ ৬৬০/- (ছয়শত ষাট) টাকা সহ ২ জন আসামী ১। মোঃ দীপু (২৪), পিতা-মৃত মোশারফ হোসেন, সাং-তারাগুনিয়া,২। মোঃ আরিফুল ইসলাম (৩০), পিতা-মোঃ-আশরাফুল ইসলাম, সাং-মাদাপুর,
উভয় থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াকে গ্রেপ্তার করেন । পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় একটি মাদক মামলা দায়ের করেন র্যাব এবং গ্রেফতারকৃত আসামীদেরকে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায়
সোপর্দ করেন।