Type to search

কুকুরের সংকেতে মাটির নীচ থেকে উদ্ধার করা হলো জীবিত যুবকে

আন্তর্জাতিক

কুকুরের সংকেতে মাটির নীচ থেকে উদ্ধার করা হলো জীবিত যুবকে

অপরাজেয় বাংলা ডেক্স-ভূমিধসে মাটির নিচে চাপা পড়েছিলেন প্রদীপ কুমার নামের এক যুবক। সারা রাত মাটির নিচেই ছিলেন। কিন্তু নিশ্চিত এ মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে এক কুকর।
ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার ভারতের জম্মু-শ্রীনগর মহাসড়কের নিকট থেকে তাকে উদ্ধার করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাতে কাশ্মীরের রামবনে ভূমিধস হয়। এ সময় বাড়ির বাইরে ছিলেন লুডওয়াল গ্রামের ওই যুবক। ফলে ভূমিধসে চাপা পড়েন তিনি। তবে রাতভর মাটির নিচে চাপা থাকার পরও কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) কুকুর ও ৭২ ব্যাটালিয়নের সৈন্যদের কারণে মৃত্যুর কাছ থেকে ফেরত এসেছেন প্রদীপ কুমার।
তবে ঘটনার মূল নায়ক ছিল সিআরপিএফের কুকুর অ্যাজাক্সি। সেই প্রথম খুঁজে বের করে প্রদীপ কুমারকে। এরপর কুকুরের দেওয়া সংকেত অনুযায়ী সিআরপিএফের সৈন্যরা ভূমিধসের ধ্বংসাবশেষ থেকে ওই যুবককে খুঁজে বের করেন। বর্তমানে ওই যুবক হাসপাতালে ভর্তি আছেন।