জানা গেছে, আগামী ২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস। দিবসটি উপলক্ষে সব স্কুল-কলেজে ১ এপ্রিল দিবগত রাত থেকে দুই দিন নীলবাতি প্রজ্জ্বলনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ চিঠি পাঠিয়েছে ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো-ডেভেলপমেন্টার ডিজএ্যাবিলিটিজ (নান্দ)।
সেই চিঠিটি শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা অফিসগুলোতে পাঠিয়েছে শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের চিঠিতে সব সরকারি বেসরকারি কলেজের অধ্যক্ষ, সরকারি-বেসরকারি স্কুলে প্রধান শিক্ষক, সব জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নান্দের চিঠির নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
চিঠিতে মন্ত্রণালয় বলছে, সচিবালয়সহ সব সরকারি গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনায় ১ এপ্রিল রাত থেকে দুইদিন নীলবাতি প্রজ্জ্বলন করতে হবে।
সুত্র: দৈনিক শিক্ষা ডটকম