Type to search

কারিনা বললেন, আমি কি মেশিন আবার বাচ্চা হবে?

বিনোদন

কারিনা বললেন, আমি কি মেশিন আবার বাচ্চা হবে?

রিবার নিয়ে জুনের শেষেই লন্ডন যান বলিউড নায়িকা কারিনা কাপুর খান। সেখানে পরিবারের সবাইকে নিয়ে সময় কাটাচ্ছেন তিনি। এরই মধ্যে লন্ডনে তোলা বেবি বাম্পের বেশ কিছু ছবি নিয়ে জল্পনা শুরু হয়। তৃতীয় সন্তানের মা হচ্ছেন বলেও খবর ছড়ায় ভারতীয় গণমাধ্যমে।

সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে মা হওয়ার বিষয়টি নিয়ে বললেন—‘আমি কি মেশিন আবার বাচ্চা হবে? এই পছন্দটা আমার উপরে ছেড়ে দিন।’

এর আগে আবারও মা হওয়ার বিষয়টি ছড়িয়ে পড়লে ইনস্টগ্রামেই তিনি জানান বিষয়টি ভুয়া।  ২০ জুলাই  মধ্যরাতে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম স্টোরিতে এই অভিনেত্রী লিখেন, ‘পাস্তা আর ওয়াইন খাওয়ায় আমাকে ওরকম দেখাচ্ছিল। আপনারা শান্ত হোন। আমি অন্তঃসত্ত্বা নই।

বেশ কয়েক বছর প্রেম করার পর ২০১২ সালে ১৬ অক্টোবর সাইফ আলীকে বিয়ে করেন কারিনা। ২০১৬ সালে তাদের বড় ছেলে তৈমুর আলী খানের জন্ম হয়। ২০২১ সালে জন্ম নেয় এই দম্পতির দ্বিতীয় সন্তান জাহাঙ্গীর আলী খান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *