কাঁদছে কৃষক, ভাসছে ধান,ডুবছে হাজারও কৃষকের স্বপ্ন।

অভয়নগর উপজেলা প্রতিনিধি:
অভয়নগরের বিভিন্ন গ্রামে হাজার হাজার বিঘা জমির কাটা ধান পানির উপরে ভাসছে। ঈদের আগে কিছু কৃষক ধান কাটলে ও শ্রমিক সংকটের কারণে ও ধান না পাকার ফলে ঈদের ২ দিন পরে অনেকে ধান কাটা শুরু করে, কিন্তু হঠাৎ বৃষ্টি হওয়ায় অধিকাংশ কাটা ধান পানিতে তলিয়ে গেছে। বিশেষ করে ভবদহ অভিশাপ গ্রস্হ এলাকার কৃষক এখন অনাগত ভবিষ্যতের জন্য শংকিত। জলাবদ্ধ এলাকার মানুষ সেচ পাম্প দিয়ে পানি সেচের মাধ্যমে বোরোধান রোপণ করে। তাতে খরচ ও অনেক বেড়ে যায়।
গোবিন্দপুর গ্রামের সৌমিক বিশ্বাস বলেন যে পানি সেচের মাধ্যমে ৩ বিঘা জমিতে বোরোধান চাষ করেছি, এখন জলে ভাসছে,আমার কপাল পুড়ছে বউ ছেলে মেয়কে নিয়ে কীভাবে দিন পার করবো। ধানের আশা ছেড়ে দিয়েছি। সরখোলা গ্রামের বেলাল হোসেন বলেন ৭০০টাকা করে শ্রমিক নিয়ে ও ধান বাড়ি আনতে পারি নাই। পানিতে ভেসে বেড়াচ্ছে। ভবদহ সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আর ধান চাষ করবো না। অনেক কৃষক হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছে।