Type to search

করোনা থেকে সুস্থ এক কোটি ১৯ লাখের বেশি মানুষ

আন্তর্জাতিক

করোনা থেকে সুস্থ এক কোটি ১৯ লাখের বেশি মানুষ

অনলাইন ডেস্কঃ বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে। এ ভাইরাসে সারা বিশ্বে আজ বুধবার পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে এক কোটি ৮৭ লাখ চার হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৬০ লাখ ৮২ হাজার ২১১ জন চিকিৎসাধীন এবং ৬৫ হাজার ৪৯২ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এক কোটি ১৯ লাখ ১৭ হাজার ৮০২ জন সুস্থ হয়ে উঠেছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ২৪ লাখ ৮১ হাজার ৬৮০ জন, ব্রাজিলে ১৯ লাখ ৭০ হাজার ৭৬৭, ভারতে ১২ লাখ ৮২ হাজার ২১৫, রাশিয়ায় ছয় লাখ ৬১ হাজার ৪৭১, চিলিতে তিন লাখ ৩৬ হাজার ৩৩০, দক্ষিণ আফ্রিকায় তিন লাখ ৬৩ হাজার ৭৫১, পেরুতে তিন লাখ দুই হাজার ৪৫৭, ইরানে দুই লাখ ৭২ হাজার ৫৩৫, মেক্সিকোতে তিন লাখ ২৫৪, পাকিস্তানে দুই লাখ ৪৯ হাজার ৩৯৭, সৌদি আরবে দুই লাখ ৪৩ হাজার ৭১৩, তুরস্কে দুই লাখ ১৮ হাজার ৪৯১, ইতালিতে দুই লাখ ৭৬৬, স্পেনে এক লাখ ৯৭ হাজার ৪৩১ জন, জার্মানিতে এক লাখ ৯৪ হাজার ৭০০, বাংলাদেশে এক লাখ ৩৯ হাজার ৮৬০, কাতারে এক লাখ আট হাজার ২৫৪, কানাডায় এক লাখ দুই হাজার ৪৫০, ফ্রান্সে ৮২ হাজার ১৬৬ জন এবং চীনের মূল ভূখণ্ডে ৭৯ হাজার ৪৭ জন সুস্থ হয়ে উঠেছে।

এ ছাড়া কুয়েতে ৬০ হাজার ৩২৬ জন, সংযুক্ত আরব আমিরাতে ৫৫ হাজার ৯০, সিঙ্গাপুরে ৪৭ হাজার ৪৫৪, সুইজারল্যান্ডে ৩১ হাজার ৬০০, দক্ষিণ কোরিয়ায় ১৩ হাজার ৪০৬, অস্ট্রেলিয়ায় ১০ হাজার ৭৯৯ ও মালয়েশিয়ায় আট হাজার ৬৮৪ জন  সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং সাত লাখ চার হাজার ৩৬৫ জন রোগী মারা গেছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *