বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমেছে। গত একদিনে আক্রান্ত হয়েছেন আরও ৫ লাখ ৬৮ হাজার ৪৩৩ জন।একই সময়ে নতুন করে মৃত্যু হয়েছে ৯ হাজার ৬ জনের।
অস্ট্রেলিয়ায় এ বছরের মধ্যে সর্বোচ্চ শনাক্ত হয়েছে শনিবার। নিউ সাউথ ওয়েলসসহ বেশ কয়েকটি রাজ্যে ডেল্টায় সংক্রমিত হয়েছেন ৩শ ৩১ জন।
এদিকে সংক্রমণ ঠেকাতে চলাফেরায় কঠোর বিধি নিষেধ আরোপ করা হতে পারে বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। শনিবার করোনার ৫০ কোটি ডোজ টিকা দেয়ার মাইলফলক পেরিয়েছে ভারত। অন্যদিকে, এ পর্যন্ত ৪৯ শতাংশ মার্কিন নাগরিক করোনা টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণ করেছেন। রবিবার থেকে কোয়ারেন্টিন ছাড়াই ব্রিটেনের নাগরিকরা ফ্রান্স ভ্রমণ করতে পারবেন।
করোনার বিধিনিষেধ প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে আন্দোলন চলছে ফ্রান্স ও ইতালি। করোনা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে থাইল্যান্ডে সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতার আশঙ্কায় বন্ধ করে দেয়া হয়েছে বেশ কিছু সড়ক-মহাসড়ক। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছে অনেকে। সূত্র,ডিবিসি নিউজ