Type to search

করোনায় মারা গেলেন আলী আকবর

যশোর

করোনায় মারা গেলেন আলী আকবর

অপরাজেয়বাংলা ডেক্স : যশোর বাস মালিক সমিতির সভাপতি আলী আকবর (৭৮) মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন।
শনিবার বেলা ১১টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান যশোরের এই বিশিষ্ট ব্যক্তি।
আলী আকবর স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ বহু আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।
বড় ছেলে আব্দুর রহমান কিনা তার বাবার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
আলী আকবর যশোর শহরের খালধার রোড এলাকার বাসিন্দা ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি যশোর বাস মালিক সমিতির নেতৃত্ব দিচ্ছিলেন।
এছাড়া তিনি যশোর জেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক, যশোর ইনসটিটিউটসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন।
অভিনেতা ছেলে কিনা জানান, কুরবানির ঈদের সময় তার বাবা করোনায় আক্রান্ত হন। এরপর তাকে ঢাকার ইমপাল হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানে মৃত্যু হলে তিনি মরদেহ নিয়ে যশোরের উদ্দেশে রওনা হয়েছেন। বাড়ি পৌঁছানোর পর জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।সূত্র,সুবর্ণভূমি