Type to search

কক্মবাজারে নুরুল আলম হত্যা মামলার আসামি মিজানকে আটক করে র‍্যাব-১৫

অপরাধ

কক্মবাজারে নুরুল আলম হত্যা মামলার আসামি মিজানকে আটক করে র‍্যাব-১৫

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার : কক্সবাজারের সদর থানাধীন চাঞ্চল্যকর নুরুল আলম ও কালু হত্যা মামলার দীর্ঘদিন আত্মগোপনে থাকা পলাতক আসামী মিজান’কে কক্সবাজার সরকারি কলেজ গেট, জানারঘোনা এলাকা থেকে র‌্যাব-১৫ আটক করে। জানা যায়, কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-৩৬, তারিখ-১৮/১০/২০২৪, ধারা-৩০২/৩৪ পেনাল কোড মোতাবেক গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী মিজান’কে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৫, কক্সবাজার এর গোয়েন্দা তৎপরতা চলমান থাকে। বর্ণিত গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী কক্সবাজার সদর থানাধীন কক্সবাজার সরকারি কলেজ (জানারঘোনা) এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে আত্মগোপনে অবস্থান করছে বলে তথ্য পায় র‌্যাব। উক্ত তথ্যের ভিত্তিতে ১০ সেপ্টেম্বর ২.৩০ মিনিটের সময় র‌্যাব-১৫, ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার আসামী মিজান (৩৭), পিতা-খলিলুর রহমান, সাং-সমিতিপাড়া, এবিসি ঘোনা, দঃ রুমালিয়ারছড়া, থানা-সদর, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী বর্ণিত মামলার গ্রেফতারী পরোয়ানার পলাতক আসামী এবং দীর্ঘদিন ধরে আত্মগোপনে রয়েছে বলে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।