উৎসব মূখর পরিবেশে নড়াইল পাবলিক লাইব্রেরীর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে
নড়াইল প্রতিনিধি:::
উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে নড়াইল জেলা পাবলিক লাইব্রেরীর ত্রি-বার্ষিক নির্বাচন। আজ শনিবার সকাল ৯টা থেকে পাবলিক লাইব্রেরী মিলনায়তনে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বেলা ৪টা পর্যন্ত। নির্বাচনে সাধারন সম্পাদক পদে অ্যাডভোকেট কাজী বশিরুল হক,জিয়াউর রহমান জামী ও সৈয়দ হোসেন আলী জনি,সহ-সভাপতি পদে মো: বদরুল আলম লিংকন,খন্দকার ওলিউল মাসুদ কোটন এবং যুগ্ন সাধারন সম্পাদক পদে মো: শরাফ উদ্দিন পিকুল ও সৈয়দ হুমায়ুন কবীর প্রতিদ্বন্দ্বিতা করছেন।কার্যনির্বাহী কমিটির সদস্য পদে ৭জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৮৪০।নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) লিংকন বিশ^াস। উল্লেখ্য, পদাধিকার বলে জেলা প্রশাসক হচ্ছেন নড়াইল জেলা পাবলিক লাইব্রেরীর সভাপতি।