কর্তৃপক্ষ জানান, এই উপসর্গযুক্ত রোগী করোনা টেস্টে পজিটিভ হলে, এটিই হবে দেশটিতে প্রথম করোনা শনাক্ত।
বিশ্বে সংক্রমণ শুরু হওয়ার পরেই নিজেদের চারদিকের সীমান্ত বন্ধ করে দিয়েছিল উত্তর কোরিয়া। কোনও দেশ থেকে সে দেশে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। উত্তর কোরিয়া থেকে কাউকে বেরতে দেওয়া হয়নি। আর তাই এই দেশে এখনও পর্যন্ত একজন আক্রান্তও নেই বলে দাবি করেছিল কিমের দেশ।
এদিকে বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত এক কোটি ৫৯ লাখ ৮০ হাজার; প্রাণহানি ৬ লাখ ৪৩ হাজারের বেশি। আর সুস্থ হয়েছেন ৯১ লাখ ৮৫ হাজার ৫৯৭ জন।