Type to search

উত্তর কোরিয়ায় করোনার হানা

আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় করোনার হানা

এবার উত্তর কোরিয়াতেও হানা দিল নভেল করোনাভাইরাস। সাউথ কোরিয়ায় থেকে নর্থ কোরিয়ায় অবৈধভাবে পালিয়ে আসা এক জনের দেহে করোনা উপসর্গ দেখা দেয়ায় দেশটির নেতা কিম জং উন, দলের শীর্ষস্থানীয় নেতাদের সাথে জরুরি বৈঠক করেন।

কর্তৃপক্ষ জানান, এই উপসর্গযুক্ত রোগী করোনা টেস্টে পজিটিভ হলে, এটিই হবে দেশটিতে প্রথম করোনা শনাক্ত।

বিশ্বে সংক্রমণ শুরু হওয়ার পরেই নিজেদের চারদিকের সীমান্ত বন্ধ করে দিয়েছিল উত্তর কোরিয়া। কোনও দেশ থেকে সে দেশে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। উত্তর কোরিয়া থেকে কাউকে বেরতে দেওয়া হয়নি। আর তাই এই দেশে এখনও পর্যন্ত একজন আক্রান্তও নেই বলে দাবি করেছিল কিমের দেশ।

এদিকে বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত এক কোটি ৫৯ লাখ ৮০ হাজার; প্রাণহানি ৬ লাখ ৪৩ হাজারের বেশি। আর সুস্থ হয়েছেন ৯১ লাখ ৮৫ হাজার ৫৯৭ জন।

Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *