Type to search

উত্তরাঞ্চলে শীতের দাপট

জেলার সংবাদ

উত্তরাঞ্চলে শীতের দাপট

অপরাজেয় বাংলা ডেক্স
উত্তরাঞ্চলসহ সারা দেশে শীতের তীব্রতা ক্রমেই বাড়ছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে সন্ধ্যার পর হালকা হিমেল হাওয়া শীতের তীব্রতাকে আরো বাড়িয়ে দিচ্ছে।

তীব্র শীত ও শৈত্যপ্রবাহে লালমনিরহাটে বেড়েছে শীতের দাপট। শনিবার (১৯ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ ডিগ্রি সেলসিয়াস। যা এবারের মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন। ফলে হাসপাতালগুলোতেও রয়েছে শীতজনিত রোগে আক্রান্তের ভিড়।

হাড়কাঁপানো ঠান্ডায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। পৌষের শুরুতেই দিনাজপুরে তাপমাত্রা দ্রুত কমতে শুরু হরেছে।

একদিনের ব্যবধানে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে আজ সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। শৈত্যপ্রবাহ শুরু হওয়ায় শীতের দাপটে বিপর্যস্ত জনজীবন।

এদিকে, চুয়াডাঙ্গায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি এবং পঞ্চগড়ের তেতুলিয়ায় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

সূত্র, DBC বাংলা