ঈদ শপিংয়ের টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা

চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় হাবিবুর রহমান (১৮) নামে এক কিশোর গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার চৌগাছা সদর ইউনিয়নের লস্কারপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। সে রাজমিস্ত্রির সহকারীর কাজ করতো।
চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) রাজেশ নিহতের পরিবারের উদ্ধৃতি দিয়ে জানান, মায়ের কাছে ঈদ শপিংয়ের টাকা চেয়ে না পেয়ে বুধবার দিবাগত রাতের কোন এক সময় নিজ টিনের ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে সে। বৃহস্পতিবার সকালে ঘরের দরজা না খুললে বাড়ির লোকজন দরজা ভেঙে ঘরে ঢুকে আড়ার সাথে তার লাশ ঝুলতে দেখতে পায়। সংবাদ পেয়ে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।
চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।