ঈদে দিন মোটরসাইকেলে ঘুরতে এসে লাশ হয়ে ফিরল স্কুলছাত্র

অভয়নগর (যশোর) প্রতিনিধি
নিহতের বড় চাচা নাসির মোল্যা জানান, ঈদের আনন্দে তার ভাতিজা নাজমুল মোল্যা (১৪) মোটরসাইকেলে এক বন্ধুকে নিয়ে এলাকায় ঘুরতে বের হয়। বেলা ১২টার সময় নাউলি বাজারের চৌরাস্তা এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নাজমুল মোল্যা গুরুতর আহত হয়। তাকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর তার অবস্থা আশংকাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নাজমুল মোল্যা উপজেলার সিদ্দিপাশা সোনাতলা গ্রামের নাজিম মোল্যার ছেলে। সে সিদ্দিপাশা ইন্সটিটিউট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ালেখা করত।