Type to search

আমেরিকাতেও করোনা নতুন ধরন শনাক্ত

আন্তর্জাতিক

আমেরিকাতেও করোনা নতুন ধরন শনাক্ত

অপরাজেয় বাংলা ডেক্স
যুক্তরাজ্যে করোনার যে নতুন ধরন শনাক্ত হয়েছে প্রথমবারের মতো ওই একই স্ট্রেন আমেরিকাতে শনাক্ত হল। যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে এক ব্যক্তির শরীরে পাওয়া গেছে করোনার এই নতুন স্ট্রেন। সিএনএন জানায়।

 

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে শনাক্ত হওয়া ওই ব্যক্তির বয়স ২০। তিনি নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। তবে সাম্প্রতিক সময়ে এই ব্যক্তি কোথাও ভ্রমণ করেননি।

কলোরাডো অঙ্গরাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, নতুন ধরন শনাক্ত হওয়া ব্যক্তিকে পর্যবেক্ষণে রাখা হচ্ছে। তিনি যাদের সংস্পর্শে এসেছিলেন তাদের আলাদা করার ব্যবস্থা করা হচ্ছে।

উল্লেখ্য, দুই সপ্তাহ আগে যুক্তরাজ্যে প্রথম করোনাভাইরাসের নতুন ধরন (স্ট্রেইন) শনাক্ত হয়। এরপর ছড়িয়ে পড়েছে কয়েকটি দেশে। করোনার এই নতুন ধরন ৭০ শতাংশ বেশি দ্রুত ছড়ায় বলে গবেষকদের দাবি।

সূত্র, DBC বাংলা